ময়মনসিংহের ফুলপুরে ৪৪ বোতল ভারতীয় মদসহ ২ আসামি আটক ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। আজ রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের ফুলপুর পৌরসভার গোল চত্বর সংলগ্ন সেকান্দর হাজির দোকানের সামনে থেকে এসব আসামি আটক ও মালামাল জব্দ করা হয়।
জানা যায়, সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে মিনি ট্রাকে করে ফুলপুরের দিকে ভারতীয় মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ওই রোডে পুলিশের একটি চৌকস টিম পাঠান। এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে ওই টিমে ছিলেন এএসআই সুমন মিয়া, এএসআই সহিদুল ইসলাম, এএসআই আবুল বাসেদ, এএসআই ফরহাদ আল মামুন, কনস্টেবল মাহবুর আলম, কনস্টেবল ছানোয়ার হোসেন, কনস্টেবল আমিনুল ইসলাম ও কনস্টেবল শহিদুল ইসলাম। পরে ভোর রাত সাড়ে ৪টার দিকে মাদক বহনকারী ট্রাকটি ফুলপুরে এসে পৌঁছলে ওই ট্রাকে অভিযান চালিয়ে আসামি নাহিদ মিয়া ও আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়। আটক নাহিদ হালুয়াঘাটের আকনপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আর আব্দুস সাত্তার মনিকুড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র।
এ সময় ট্রাক থেকে ৪৪ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি প্রতিদিন/এএ