২ অক্টোবর, ২০২৩ ১৪:৪৩

শিবগঞ্জে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতনিধি:

শিবগঞ্জে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দিন দিন বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। এমন ঘটনা আগে জেলার গোমস্তাপুর উপজেলায় বেশি ঘটলেও এখন শিবগঞ্জেও ঘটছে ছিনতাই। এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। 

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর মোড়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হলে মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হয়েছিলেন সেই মোটরসাইকেল চালক। অন্যদিকে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার ঈদগাহর পাশে মো. মামুন ইসলাম (৩০) নামে এক যুবককে পিটিয়ে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই প্রসঙ্গে শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা রনি ইসলাম, আরিফ আলী, সাফিকুল ইসলামসহ বেশ কয়েকজন বলেন, গত কয়েকদিন থেকে ঘটছে ছিনতাইয়েরর ঘটনা। এর মধ্যে গত ৩ দিনে তিনজনের সবকিছু কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। অন্যদিকে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এলাকায় কয়েকদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই প্রশাসনের সহযোগিতা নিয়ে এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি  চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাইকারী চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া রাতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর