২ অক্টোবর, ২০২৩ ১৮:৩৯

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার শিলাবৃষ্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার পথহারা এলাকার আলমগীর হোসেনের ছেলে রিফাত হোসেন (২২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত গাজীপুরের কালিয়াকৈর থেকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শিলাবৃষ্টি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যান। খবর পেয়ে নাওজোড়  হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। 

নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর