কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে হোটেলে ভাত খেয়ে ৩ লাখ টাকা বকেয়ার অভিযোগ তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও তদন্ত কমিটির ১ নম্বর সদস্য খাদিমুল বাশার জয়।
খাদিমুল বাশার জয় ছাড়াও তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রবিউল হাসান রানা, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল ও উপ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব সজীব।
কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকা সংলগ্ন হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টের নিচে মেঝেতে শাহাব উদ্দিন নামে এক ব্যক্তির ভাতঘরের হোটেল। সেই হোটেলে নেতাকর্মীদের নিয়ে ৭ মাস ধরে ভাত খেয়ে বিল বকেয়া রাখার অভিযোগ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে। এ নিয়ে বকেয়া বিল দাবি করায় ভাত ঘরটির মালিক শাহাব উদ্দিনসহ কর্মচারীদের মারধরেরও অভিযোগ উঠেছে।
গত ২৭ সেপ্টেম্বর এ অভিযোগে ভুক্তভোগী ব্যক্তি শাহাব উদ্দিন বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানকে প্রধান অভিযুক্ত করে ৭ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত কাজ অব্যাহত রেখেছে।
এ নিয়ে গণমাধ্যমে খবরটি প্রচারিত হলে সর্বত্রই ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ঘটনার তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
খাদিমুল বাশার জয় বলেন, রবিবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সংসদ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করে মাঠ পর্যায়ে কখন থেকে তদন্ত কার্যক্রম শুরু করা হবে এ ব্যাপারে সিদ্ধান্তে নেওয়া হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের অভিযোগটি সাধারণ ডায়েরি আকারে থানায় নথিভুক্ত হয়েছে। অভিযোগটির ব্যাপারে পুলিশের তদন্তকাজ চলছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই