২ অক্টোবর, ২০২৩ ২০:২১

‘শাহজাহান কামাল ছিলেন নির্লোভ রাজনৈতিক ব্যক্তিত্ব’

লক্ষ্মীপুর প্রতিনিধি

‘শাহজাহান কামাল ছিলেন নির্লোভ রাজনৈতিক ব্যক্তিত্ব’

সোমবার বিকালে সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

‘পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। কিন্তু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না। এখন মানুষ আত্মকেন্দ্রীক বেশি। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই বাস্তবতা। শাহজাহান কামালও চলে গেছেন। তিনি ছিলেন নির্লোভ নিরহংকারী রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কারও সঙ্গে ঝামেলা নেই। এমন মানুষ যুগে যুগে খুব কমই আসে। এমন মানুষ সত্যিকার অর্থে পাওয়া খুবই কঠিন’।

সোমবার বিকালে সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সদর উপজেলা লাহারকান্দি গ্রামের নিজ বাড়ির মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি। 

বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহম্মেদ ফেরদৌস মানিক, জেলা জজ আদালতের সরকারি কৌসলি অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আফলু প্রমুখ।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর