বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছেন তা অত্যন্ত নিম্নমানের। আর বিএনপি হলো ভদ্রলোকের দল। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এক সময়ে বাংলাদেশের জনগণ তার এসব কথার উত্তর দিবে।’
তিনি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ফরিদপুর বিভাগীয় রোড মার্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী এসময় বলেন, ‘আওয়ামী লীগের নেতারা প্রতিদিন শুধু গালিগালাজ করে বেড়ায়। তাদের কোনো শিষ্টাচার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারর্সনকে নিয়ে একদিন আগে যে বক্তব্য দিলো, এটা নিয়ে আমি কথা বলতেও লজ্জা পাই। কারণ বিএনপি এতো নিম্নমানের কথা বলতে পারে না। বিএনপি হলো ভদ্রলোকের দল। তবে এ কথার জবাব এবার বাংলাদেশের মানুষ দিবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।’বিএনপির একদফা দাবিতে মঙ্গলবার সকালে রাজবাড়ীতে হাজির হয়ে রোড মার্চ শুরু হয়। এর ফরিদপুর, মুকসুদপুর, টেকেরহাট, রাজৈর ও মস্তফাপুর পথসভা হয়। এসময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু, মহিল দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। এসময় মাদারীপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল