৪ অক্টোবর, ২০২৩ ১৭:১০

দুর্গাপূজা উপলক্ষে ফুলপুরে প্রস্তুতিমূলক মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে ফুলপুরে প্রস্তুতিমূলক মতবিনিময়

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার বলেছেন, প্রতিমার নিরাপত্তার ব্যাপারে কোন কার্পণ্য করা হবে না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনারা যাতে আনন্দঘন পরিবেশে আপনাদের ধর্মীয় উৎসবটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারেন। কোন পূজামণ্ডপে কোন প্রকার অঘটন যাতে না ঘটে এ ব্যাপারে আমরা সদা সজাগ দৃষ্টি রাখবো।

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বুধবার দুপুর ১২টার দিকে ফুলপুর থানা ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার ৪৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। পূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
এর আগে ওসি (তদন্ত) বন্দে আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, সাধারণ সম্পাদক লক্ষ্মণ সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সাহা, পৌর কাউন্সিলর কৃষ্ণ কান্ত সাহা, সাংবাদিক নাজিম উদ্দিন, সেকান্দর আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর