৫ অক্টোবর, ২০২৩ ১৬:৪৬

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল এবং গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই গণঅবস্থান কর্মসূচি পালিত হয়। 

জোটের জেলা সমন্বকারী মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি নিপেন্দ্র নাথ বাড়ৈ ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ। 

গণঅবস্থান কর্মসূচিতে বক্তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অীধনে নির্বাচন, সংসদ ও নির্বাচন কমিশন বাতিল এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি জানান। 

গণঅবস্থান কর্মসূচি শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। জোটের কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।  

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর