৯ অক্টোবর, ২০২৩ ১৫:০১

কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জে একহাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অভিযানটি চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি চালায়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন সদর উপজেলার গাইটাল নয়াপাড়া জনতা স্কুল  রোড এলাকার মো. আ. রাশিদের ছেলে শাহ আলম মিয়া (২৫) ও একই এলাকার মো. রুবেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৭)।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর