বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে, গত সোমবার রাতে নন্দীগ্রাম পৌর শহরের মাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা শাকিল মাজগ্রামের গোলাম হোসেনের ছেলে।
জানা যায়, গত ২০২১ সালের ১৮ মার্চ বিকেলে নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার দায়েরকৃত মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই