প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার সাঁথিয়াসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেছেন।
সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়্যালি চতুর্থ ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন। এর ফলে এই সেন্টারের মাধ্যমে তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।প্রধানমন্ত্রী এ সময় পাবনার সাঁথিয়া, বেড়া, সুজানগর, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের সাতটি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন।
সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োাজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনাব জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, রাজশাহী বিভাগীয় পরিচালক স্বাস্থ্য আনোয়ারু কবির, পাবনা সিভিল সার্জন ডা. দেওয়ান শহিদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/বাজিত