যশোর শহরের পঙ্গু হাসপাতালের সামনে মুজিব সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিপন হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।তিনি শহরের খড়কী কবরস্থান এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত আটটার দিকে একটি মোটরসাইকেলে করে রিপন পঙ্গু হাসপাতালের সামনে দাঁড়ান। এসময় কয়েকজন যুবক তাকে তাড়া করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রিপনের মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/শফিক