১৭ অক্টোবর, ২০২৩ ২০:০৫

মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষকসহ আটক ৩

কুমিল্লা প্রতিনিধি:

মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষকসহ আটক ৩

কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সজিবের (১০) বাবা গোলাম মোস্তফা এ মামলা দায়ের করেন। মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। এদিকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আটক সন্দেহভাজন তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।  

নিহত সজিব উপজেলার ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গোলাম মোস্তফা বলেন, আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল সজিব। যারা ছেলেকে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, রিমান্ড প্রার্থনা করে সন্দেহভাজন আটক মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক ওরফে রুবেল ও স্থানীয় মনির হেসেনকে আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে সজিব নিখোঁজ ছিল। ১৬ অক্টোবর স্থানীয় এক নারী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে পানি আনতে গিয়ে দুর্গন্ধ ও কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পান। নিহতের পিতা-মাতা গিয়ে ছেলে সজিবের লাশ শনাক্ত করেন। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর