১৮ অক্টোবর, ২০২৩ ১৪:০৯

নেত্রকোনায় শেখ রাসেল দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শেখ রাসেল দিবস পালিত

নেত্রকোনায় শেখ রাসেল দিবস পালিত

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও দত্ত উচ্চ বিদ্যালয়ের পৃথক পৃথক উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

এদিকে, দত্ত উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিশুকে সাথে নিয়ে স্কুলের হেলাল হাফিজ চত্বরে কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল ও প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর সাজু।

এর আগে, ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধান। পরে একে একে সর্বস্তরের মানুষ তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর