১৮ অক্টোবর, ২০২৩ ১৪:৩৭

দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে নোয়াখালী পৌরসভার উদ্যোগে এ সম্প্রীতি সভার আয়োজন করা হয়। পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেলের সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা।

এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সভায় শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যে যার অবস্থান থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর