শরতের এই দুর্গোৎসবকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার পূজা মণ্ডপে চলছে শেষ প্রস্তুতি। চলছে প্রতিমায় রংয়ের কাজ। পূজার আর মাত্র ২ দিন বাকী থাকায় বেড়েছে ব্যস্ততা।
আগামী ২০ অক্টোবর থেকে মহাষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ৫দিন ব্যাপী এই দুর্গাৎসব।
উপজেলার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে প্রতিমার রংয়ের কাজ করছেন শিল্পীরা। তাদের যেন দম ফুরানোর সময় নাই। সবার মধ্যেই যেন একটি অঘোষিত প্রতিযোগীতা। কোন মণ্ডপের কোন প্রতিমা কোন শিল্পীর কাজ সুন্দর হয়েছে। কে হবে সেরা শিল্পী ও সেরা পূজা মণ্ডপ।
বিডি প্রতিদিন/এএ