১৯ অক্টোবর, ২০২৩ ১৫:২১

শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন: হুইপ ইকবালুর রহিম

শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই বাংলাদেশের আজ এতো উন্নয়ন। প্রতিটি সেক্টরে উন্নয়ন বাস্তবে রূপ নিয়েছে।

হুইপ বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আর পিছিয়ে যেতে দেবে না। আগামী দিনগুলো হবে শুধুই উন্নয়নের। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করা হবে। 

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের মূল কারিগর। প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষাঙ্গনে ব্যাপক উন্নয়ন করায় দেশে এখন শিক্ষার হার বেশি। ঝড়ে পড়া শিক্ষার্থীরাও ভাল করছে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী কেরি মেমোরিয়াল হাই স্কুলে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধণকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিগত বিএনপি-জামাত সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ বাংলাদেশের এত উন্নয়ন। উন্নয়ন ও অগ্রতিতেও বিএনপির নানা ষড়যন্ত্র। বিএনপির ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটার পর একটা সাফল্য দেখছে দেশের মানুষ।

অনুষ্ঠানে কেরি মেমোরিয়াল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেভা: বেনেডিক্ট চাউনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, শেডবোর্ডের পরিচালক মলিনা কর্মকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।

এর আগে দুইশ বছরের পুরনো ঐতিহ্যবাহী কেরি মেমোরিয়াল হাই স্কুলে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর