১৯ অক্টোবর, ২০২৩ ১৬:২৩

ডিবি পুলিশের অভিযানে বেনাপোলে আটক ৪

বেনাপোল প্রতিনিধি

ডিবি পুলিশের অভিযানে বেনাপোলে আটক ৪

যশোর ডিবি পুলিশ বেনাপোলে ইজিবাইক চালক সজীব হত্যার রহস্য উদঘাটন ও হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার এবং বাগআঁচড়া এলাকা থেকে ইজিবাইক উদ্ধার করেছে। 

গতকাল বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মাঠ থেকে স্থানীয় গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে সজীব গাজীর গলা কাটা লাশ উদ্ধার করে।
গতকালই শহীদ গাজী বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত পরিচয়ধারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ সুপারের নির্দেশে যশোর ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব নিয়ে আজ সকাল বেনাপোল বলফিল্ড এলাকা থেকে বড়আঁচড়া গ্রামের  শামীম ও রাব্বিকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ আটক করে। ধৃতদের স্বীকারোক্তি মোতাবেক যশোর পুলিশের চৌকষ দারোগা মুরাদ হোসেন বাগআঁচড়া বাজারের ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকসহ দু'আসামীকে আটক করে।

হত্যাকারীরা পুলিশকে জানায়, পূর্ব শত্রুতার জেরে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে জবাই করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ অনুসন্ধান শেষে বেনাপোল ও বাগআঁচড়া বাজার থেকে আসামি শামিম হোসেন (২০), আশরাফুল আলম রাব্বি (১৯), আজম হোসেন (২০), জাহাঙ্গীর কবিরকে (৩০) আটক করেছে। আটকৃতরা পুলিশের নিকট হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর