২১ অক্টোবর, ২০২৩ ১৭:১২

ঘুমন্ত শিশুর লাশ মিলল পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঘুমন্ত শিশুর লাশ মিলল পুকুরে

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৪ মাসের এক নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশু হাজেরা উপজেলার বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন মা রোমা বেগম। রাত দুই টায় ঘুম থেকে উঠে টয়লেটে যায়, সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাত ৫টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দরজা খোলা বিছানায় শিশু সন্তান নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব আলম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর