‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব, বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মাহবুব কামাল। আয়োজনে ছিল জেলা প্রশাসন ও বিআরটিএ।
বিডি প্রতিদিন/এমআই