ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা এলাকায় কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত তিন ডাকাতকে মালামালসহ আটক করেছে জেলা পুলিশ। এ বিষয়ে রবিবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ শাহাজাহন জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ঢুকে ৮ জনের ডাকাত দল। পরে তারা বাড়িতে থাকা মহিলা ও শিশুদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে কোতয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় শনিবার রাতে শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়ায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৪০), তার শ্যালক আরিফ মাতুব্বর (৩০) ও স্ত্রী শারমিন আক্তার মিনুকে আটক করে।
পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রিল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা একই মাসে দেশের বিভিন্ন স্থানে আরো ৫টি ডাকাতি করেছে বলে জানায়। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দা, নারায়নগঞ্জ, বাগেরহাট এবং ঢাকার খিলগাঁও এলাকায় ডাকাতির ঘটনা রয়েছে। ডাকাতির সাথে জড়িত বাকি সদস্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, শহিদুল ইসলাম ডাকাত দলের মূলহোতা। সে তার স্ত্রী ও শ্যালককে সাথে নিয়ে শক্তিশালী একটি ডাকাত দল গঠন করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তাদের দলে দেশের বিভিন্ন স্থানের সদস্যরা জড়িত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ