“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রসাশন ও বিআরটিএ'র যৌথ উদ্যোগে নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে পৌর শহরের মোক্তারপাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ও সিভিল সার্জনের প্রতিনিধিবৃন্দ।
র্যালি ও আলোচনাতে মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিআরটিএ কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা এসময় সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় ও সড়ক নিরাপদ রাখার ওপর জোর দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ