রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান হুসাইন (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থাকা ১টি ওয়ান শুটারগান ও ১টি শর্টগানের কার্তুজ জব্দ করা হয়। ইমরান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সিকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রবিবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১০ (র্যাব) ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইমরান হুসাইনকে গ্রেফতার করা হয়। র্যাবের ভাষ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজবাড়ীসহ আশেপাশে চাঁদবাজ, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও কার্তুজ জব্দ করা হয়। অস্ত্র আইনে মামলা রুজু করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান শিকদার বলেন, ইমরানকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। র্যাব জানিয়েছেন তিনি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করতেন। তদন্তের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ