“আইন মেনে সড়কে চলি, স্মার্টবাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কোর্টমোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আওলিয়ার রহমান ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিকসহ বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় নিরাপদ সড়ক চাই- নিসচা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ