সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে হত-দরিদ্র অসহায় নারীদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার দিনাজপুর সদর উপজেলার রাজাপুকুর কাউগাঁ মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপে হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেট মন্দির প্রাঙ্গনে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটির উপদেষ্টা রনজিৎ কুমার রায়ের নিজস্ব অর্থায়নে তার পিতা মাতার আত্মার শান্তিকল্পে দরিদ্র অসহায় নারীদের মাঝে এই বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।
বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেটের সভাপতি নব কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটির সভাপতি সঞ্চিৎ কুমার রায়, উপদেষ্টা মদন চন্দ্র দাস,উপদেষ্টা খাদ্য ও বস্ত্র বিতরণের দাতা রনজিৎ কুমার রায়, দেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায় ও কর্মরত পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এএ