গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। ঘটেছে রবিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। নিহত হলেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের সাত্তার আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৮)। সে পেশায় কার্ভাটভ্যান চালক ছিলেন।
নাওজোর হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জানান, সকাল দশটার দিকে টাঙ্গাইলের দিকে একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কাভার্ডভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা ফরেস্ট চেকপোস্ট এর সামনে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খায়। পরে ওই কার্ভাটভ্যান চালক বিল্লালকে স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা কবলিত ভ্যানটিকে উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এএ