চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সদর ও হাইমরে পৃথক অভিযান চালিয়ে ৫০ জন জেলে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ২৩ জন ও হাইমচরে ২৭ জন আটক হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রবিবার দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম। তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা হতে রাত ১২টা পর্যন্ত সদরে মেঘনার অভয়াশ্রম এলাকায় অভিযান করা হয়। এসময় ২৩ জন জেলেকে আটক করা হয়। তন্মধ্যে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ জন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। অভিযানকালে ৮০ হাজার মিটার কারেন্টজাল, ৪টি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
অপরদিকে হাইমচরের অভিযানে অংশগ্রহনকারী জ্যেষ্ঠ সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, রবিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ জন জেলেকে আটক করেন। এসময় ২টি মাছ ধরার নৌকা, ৪০ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইনী ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ