গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদা বেগম (৬০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ওজন মৈসাটি গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এস. আই আবু সাঈদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কাজ করতেন আবেদা বেগম। রবিবার দুপুরে স্বামীর সঙ্গে তিনি কোনাবাড়ী নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আবেদাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ