রংপুরের মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে রংপুর-বগুড়া মহাসড়কের মিঠাপুকুরে ফিলিং স্টেশনের সামনে মিজানুর রহমান (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দক্ষিণ গ্রামের আব্দুল হকের ছেলে এবং ঢাকায় বিল্ডিং নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
অপরদিকে কাউনিয়া উপজেলার হলদী বাড়ী মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের সামনে আর-কে রোডে শনিবার রাতে মোস্তাফিজার রহমান লিটু (৪৪) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত লিটু উপজেলার খোপাতি গ্রামের জামিল আনছারের পুত্র। মোস্তাফিজার ররহমান লিটু বাইসাইকেল যোগে হলদীব হাড়ি রেলগেট বাজার থেকে বাড়ি ফেরার সময় এক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারান।
বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলাইমান শেখ কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম