“আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে চলি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে র্যালি আর আলোচনার মধ্য দিয়ে পালিত হয়। রবিবার দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে ফিতা কেটে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-২ এ (নিচ তলা হলরুমে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনার একটি আংশিক রিপোর্ট উপস্থাপন করেন। সেখানে দেখা যায় মোট দুর্ঘটনার সংখ্যা রেল দুর্ঘটনাসহ ৯৮টি, মোট আহত সংখ্যা ১৩৩ জন, মোট মৃতের সংখ্যা ৯৯ জন। বয়সভিত্তিক মৃতে্যুর হার ২০ থেকে ৪০ মধ্যে ৬০%, ৪০ বছরের উর্ধ্বে ৩০% এবং শিশু রয়েছে ১০%।
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএর বোর্ড সভাপতি মোঃ জানে আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ কাফিউল হাসান মৃধা,সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আফজালুল হক, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি এরশাদুল হোসেন মোল্লা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ