টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের আবু’র ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. রনি (১৮) ও ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।
এ ব্যাপারে টাঙ্গাইলের ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, বিকেলে উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই মোটর সাইকেলের দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম