এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির এদ্যাগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সাইফুল আহসান আজিমের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া ও মাকসুদুর রহমান মাকসুদ, ভোলা জেলা বিএনপি অহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউর রহমান কিরন।
প্রস্তুতি সভায় মহনগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল ও ছাত্রদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সেলিমা রহমান ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবশে সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন