বান্দরবান-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া ইছাখালী এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ইছাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ১ জন গুরুতর আহত হয়েছে।
নিহত মো. হেলাল উদ্দিন (৩৭) বান্দরবান সদর উপজেলার কুহলং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
বান্দরবান সদর থানার ওসি আব্দুল জলিল জানান, মোটরসাইকেল দুর্ঘটনাস্থল চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার আওতাধীন এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ বিষয়টি দেখছে।
স্থানীয় সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া থেকে বান্দরবান ফেরার পথে বিপরীত দিক থেকে কাঠবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ছিঁটকে পড়ে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে দ্রুত ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মো. হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করে এবং আহত মো. নুরুন্নবীকে শঙ্কতাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুহলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, দুর্ঘটনায় নিহত ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন আওয়ামী লীগের কুহলং ইউপি শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল