আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচারে অভ্যস্ত। জনগণকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা তাদের রাজনৈতিক স্বভাব। এখন জনগণের সঙ্গে প্রতারণা করতে করতে নিজেদের দলীয় নেতাকর্মীদের সঙ্গেও প্রতারণা করছেন। মিথ্যা প্রলোভন দিয়ে কর্মসূচির নামে নেতা-কর্মীদের ঢাকায় নিয়ে যাচ্ছে। এর ফলাফল হবে শূন্য।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণের সময় মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ অনেকেই উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, কোন কিছুতেই আওয়ামী লীগ শঙ্কিত নয় যতক্ষণ দেশের জনগণ পাশে আছে। জণগণের সমর্থন আছে তাই আওয়ামী লীগকে দেশ বা বাইরের কোনো অপশক্তিই সরাতে পারবে না। হানিফ আরো বলেন, ২৮ অক্টোবর কেন? এর আগে ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, না হলে হাতে চুড়ি পড়বেন। সেই সময় পেরিয়ে এখন আবার ২৮ অক্টোবর সামনে এনেছেন। জানি না ফখরুল সাহেব চুড়ি পড়েছেন কিনা? হানিফ বলেন, সরকার পতনের এসব ঘোষণা নেতা-কর্মীদের পুলকিত-উজ্জীবিত করার জন্য দেয়া হয়। এসব মিথ্যা আশ্বাসের কোন মূল্য নেই, গুরুত্বও নেই।
বিডি প্রতিদিন/নাজমুল