দেশে উপজেলা পর্যায়ে ময়মনসিংহের ফুলপুরে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টা ২ মিনিটে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উদ্যোগে ও ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে উপজেলা পরিষদ হলরুমে এই চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়।
এরপর বিকাল ৩টা ৬ মিনিটে ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এর সম্প্রচার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা কৃষি অফিসার ফারক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার পুনরায় চলচ্চিত্রটির তিনটি প্রদর্শনী হচ্ছে। বেলা ১১টা ২ মিনিটে, বিকাল ৩টা ৬ মিনিটে ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটের এসব প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা। এটি উপভোগ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আজাদ