শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৪০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার রাতে শহরের গোধূলী বাজার এলাকার একটি মন্দিরে প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রামই) আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবিরসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আজাদ