২৪ অক্টোবর, ২০২৩ ১৬:০০
ঘূর্ণিঝড় হামুন

পটুয়াখালীতে ৭০৩ সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ৭০৩ সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

ঘূর্ণিঝড় হামুন আঘাত হানার আশঙ্কায় পটুয়াখালীতে দুর্যোগ প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

পটুয়াখালীতে ৭০৩টি আশ্রয়ণ কেন্দ্র আর ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আবহাওয়ার খবরে পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হলেও পটুয়াখালীর উপকূলে হামুনের প্রভাব নেই তেমন। ভোর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছে। উপকূলের আকাশ মেঘলা রয়েছে। মৃদু বাতাস বইছে। কুয়াকাটা সংলগ্ন সাগর কিছুটা উত্তাল রয়েছে।

পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ৭০৩টি ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। এসব সাইক্লোন শেল্টারে ৩ লাখ ৫১ হাজার ৫০০ মানুষ ও প্রায় ১ লাখ গবাদি পশু আশ্রয় নিতে পারবে। সিপিপি সদস্য আছে ৪৩৫টি ইউনিটের ২০ জন করে ৮ হাজার ৭০০ জন, জেলায় রেডক্রিসেন্ট ভলান্টিয়ার রয়েছে ২ শতাধিক।

পটুয়াখালী সদর উপজেলার ১০২টি, দুমকী ২৭টি, মির্জাগঞ্জ ৪৩টি, বাউফল ১৪০টি, দশমিনা ৬৩টি, গলাচিপা ১১৮টি, কলাপাড়া ১৫৬টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৫৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। মুজিব কিল্লা আছে কলাপাড়ায় ১৯টি, রাঙ্গাবালী ৯টি, দশমিনায় ৪টি ও গলাচিপায় ৩টি। জেলার সিপিপি সদস্য রয়েছে দশমিনায় ১ হাজার ৫৬০ জন, গলাচিপায় ২ হাজার ৭০০ জন, কলাপাড়ায় ৩ হাজার ১৬০ জন, রাঙ্গাবালী ১ হাজার ২৮০ জন। এ ছাড়াও জিআর নগদ অর্থ ৯ লাখ ৯০ হাজার টাকা, জিআর চাল মজুদ রয়েছে ৬০০ মেট্রিক টন।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোথায়ও কোনো ঝড়ো বাতাস বইছে না। ভোর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে আসছে। তবে তাপমাত্রা কমে যাওয়ায় শীত শীত অনুভূত লক্ষ করা গেছে মানুষে মধ্যে। তবে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের খবরে আতঙ্কিত উপকূলবাসী।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর