নিখোঁজের ১পর পুকুরে লাশ মিললো কৃষকের। ২৩ অক্টোবর রাত এগারোটার দিকে শেরপুরের শ্রীবরদীর ভাটি লঙ্গরপাড়ায় একটি পুকুর থেকে বিল্লাল (৫০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। ওই কৃষকের নাম বিল্লাল হোসেন (৫০) বিল্লাল ওই গ্রামের মৃত আদি মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গর পাড়ার কৃষক বিল্লাল হোসেন (৫০) ২৩ অক্টোবর সকাল দশটার দিকে ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেলে ছাগল বাড়িতে চলে আসলেও আসেনি বিল্লাল। এরপরে পরিবারের লোকজন তাকে খোঁজাঁখোজি শুরু করে। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত এগারোটার দিকে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া জানান, বিল্লাল হোসেনের মাথায় সমস্যা ছিলো। তার কোন শক্র নেই। পরিবারের কোন অভিযোগও পাইনি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ