মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে প্রবল ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুতি সভা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে সরকারি-বেসরকারি কর্মকর্তারাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, হামুন মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার উপকূল তীরবর্তী চারটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কাজ করছেন। ইতিমধ্যে স্থায়ী ১৮৫টি ও অস্থায়ী ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ৩২৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ডের রেসকিউবোর্ড ও ৬৪টি মেডিকেল টিম গঠন ও স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাসহ পর্যাপ্ত শুকনো খাবার ও নগদ টাকা মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সাজিয়া পারভীন অতিরিক্ত পুলিশ সুপার আবু ছিদ্দিক, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া প্রমুখ।
এদিকে, হামুনের প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদী তীরের বাসিন্দারা অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এমআই