গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামের গোবিন্দ মল্লিকের বাড়িতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহা-নবমীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সন্ধা থেকে রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ঐশী পোদ্দার, আলভিয়া আফরোজ জয়ী, আপন রায়, পপি সরকার, গিটারিস্ট সাম্য, নাঈমসহ তরুণ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন।
এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপভোগ ও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি সাবেক গণপূর্ত সচিব শহিদুল্লা খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, কোটালিপাড়া পৌর মেয়র মতিয়র রহমান হাজরা, কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেমন্ত বিশ্বাসসহ গোপালগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিডি প্রতিদিন/এএ