লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে কুয়াশা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার হাটখোলা চিলা খাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুয়াশা বেগম (২৫) হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। আহত হয়েছেন নিহতের স্বামী জাহেদুল ইসলাম (৪২) ও শালিকা বুলবুলী (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে হাতীবান্ধার হাটখোলা বাজার থেকে মেডিকেল মোড় আসার পথে চিলাখাল নামক ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে অটোরিকশা যাত্রী কুয়াশা বেগম মারা যান। এ সময় আহত হয়েছেন নিহত স্বামী জাহেদুল ইসলাম ও তার শালিকা বুলবুলী। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগে আহত অটোরিকশা যাত্রীর মারা গেছেন। আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ বিষয় হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম