ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্গাপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ইকবাল হোসেন উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়নের তালশহর গ্রামের নাগর বাড়ির মৃত জিলু মিয়ার ছেলে। আহত আব্দুর রাজ্জাক একই এলাকার মৃত মোতালেবের ছেলে। এ ঘটনায় হেলপার আব্দুর রাজ্জাক (৩০) আহত হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সরাইল বিশ্বরোড থেকে ভ্যান গাড়ি নিয়ে দুর্গাপুর যাচ্ছিল ইকবাল। ভ্যান গাড়িটি দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইকবাল হোসেন ও ভ্যানের হেলপার আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন এবং রাজ্জাককে হাসপাতালে ভর্তি দেন।
বিডি প্রতিদিন/এএম