ভালুকায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. খোকন মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হাই ও তার ভাইদের সাথে স্থানীয় মো. মোস্তফা কামাল, মো. মোফাজ্জল হোসেন, মো. তোফাজ্জল হোসেন, মো. জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে সোমবার বিকালে আব্দুল হাই ও তার ভাইদের নির্মাণকৃত দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী মো. খোকন মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন আমাদের ১৬টি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।অভিযুক্ত মোস্তফা কামাল জানান, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই