বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'হামুন' বিষয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চাঙ্গা।
এ সময় সহকারী কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সিপিপির টিম লিডারসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় দুর্যোগ হানুম মোকাবেলায় মাইকিং, সাইক্লোন সেন্টার খোলা, নিরাপদ পানি, শুকনো খাবার জরুরি ওষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মোমবাতি মজুদসহ মেডিকেল টিম গঠন এবং কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল