গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যা মামলার পধান আসামিতে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃত আব্দুল আউয়াল (৫১) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাশবুনিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাঙ্গালগাছ এলাকায় বসবাস করতেন। তিনি বাঙ্গালগাছ এলাকায় পান সুপারির দোকান চালাতেন।
সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে তাকে গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির অভিযোগ এনে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
নিহত দুই ভাইয়ের বাবা মো. আবুল কাশেম স্ত্রী সন্তান ও পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার আ: রশিদের বাসায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহেষকুড়া গ্রামে।
বিডি প্রতিদিন/এএম