টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে দুই সন্তানের জননী জবেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবদুর রশিদের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রান্না ঘরে সাংসারিক কাজ করার সময় জবেদা বেগমকে সাপে কামড় দেয়। পরে তাকে ভ্যাকসিন দিতে সখীপুরে একটি ফার্মেসিতে নিয়ে আসে। সেখানে তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেয়। ময়মনসিংহ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এএম