২৮ অক্টোবর, ২০২৩ ২০:৪২

নড়াইলে নৌকাবাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখর চিত্রার পাড়

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নৌকাবাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখর চিত্রার পাড়

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে বরাবরের মতো এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

দৃষ্টি নন্দন নৌকায় কাঁশি বাজিয়ে, মাঝিদের একত্র জয়ধ্বনিতে এবং গানের তালে তালে বৈঠার টানে অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে নেয়ার চেষ্টা।
 
নৌকা বাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ রাসেল সেতু থেকে শুরু করে এস এম সুলতান সেতু সংলগ্ন চিত্রা নদীর দুই পাড়ে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, খুলনা, নড়াইলসহ কয়েকটি জেলার কিশোর-কিশোরীসহ সব বয়সী নারী-পুরুষ একত্রিত হন। শেখ রাসেল সেতু থেকে  নৌকা বাইচ শুরু হয়ে শেষ হয় এস এম সুলতান সেতুতে গিয়ে। নদীর দুই ধারে বিভিন্ন পণ্য সামগ্রীর  মেলা বসে।

গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ উপভোগ করেন। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা ছোট-বড় ২০টি নৌকা। এর মধ্যে ৪টি  নৌকায় নারীরা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
 
এর আগে প্রধান অতিথি হিসেবে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো.হাসানুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন ও নড়াইল সদর পৌর মেয়র আঞ্জুমান আরাসহ রাজনৈতিক  নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর