২৮ অক্টোবর, ২০২৩ ২১:২৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। 

শনিবার রাতে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্বদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে, আওয়ামী লীগের এই মিছিল থেকে বাজার এলাকায় বিএনপির বেশ কিছু ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর