২৮ অক্টোবর, ২০২৩ ২১:২৮

রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনের চারঘাট ও বাঘা উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে উভয় উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি-জামাতের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দেন- কেউ যদি চারঘাট-বাঘায় কোন বিশৃংখলা করার চেষ্টা করে এবং রাস্তায় নেমে জানমালের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে এবং আইনের হাতে সোপর্দ করবে। প্রয়োজনে সন্ত্রসীদের বাড়িঘর অবরোধ করা হবে।

আজ ২৮ অক্টোবর কেন্দ্রিয় আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপির নির্দেশনা মোতাবেক চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের নেতৃত্বে এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে উভয় উপজেলা সদরে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা স্বস্ফূর্তভাবে মিলিত হন এবং জামাত বিএনপির অপশক্তির বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিকেল সাড়ে চারটার দিকে উভয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ শেষে বাঘা উপজেলার নেতাকর্মীরা উপহজলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এবং চারঘাট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিএনপি-জামাতের অব্যহত সন্ত্রসী ও নৈরাজ্যকর কর্মকান্ড সম্পর্কে আমরা সদা জাগ্রত রয়েছি। যেকোন মূল্যে আমরা এই বিএনপি-জামাত অপশক্তিকে প্রতিহত করবো। কেন্দ্রীয় যেকোন নির্দেশনা মোতাবেক আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা একযোগে ঝাপিয়ে পড়বো। 
আগামীকালের হরতাল সর্ম্পকে তিনি বলেন, সবকিছু যেকোন দিনের মতই স্বাভাবিক চলবে। জনগণ জামাত-বিএনপিকে প্রত্যাখান করেছে, জনগণ হরতাল মানে না, আমরা জনগণের পাশে থাকব।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর