২৯ অক্টোবর, ২০২৩ ০৯:৪১

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজধানী ঢাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং হরতাল ঘোষণার প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। 

শনিবার (২৮ অক্টোবর) রাতে শহরের রমিজ বিপণির দলীয় কার্যলয়ের সম্মুখ থেকে শহরে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে প্রধান সড়ক হয়ে পুরাতন বাস স্টেশন ঘুরে দলীয় কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর